শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

চার বছরের জন্য নিষিদ্ধ বিশ্বকাপজয়ী পগবা

চার বছরের জন্য নিষিদ্ধ বিশ্বকাপজয়ী পগবা
চার বছরের জন্য নিষিদ্ধ বিশ্বকাপজয়ী পগবা

ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবাকে আগামী চার বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে। ডোপিং-কাণ্ডে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে ইতালি ভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিকা।

গত ২০ আগস্ট সিরি আয় উদিনেসের-জুভেন্তাস ম্যাচের পর ডোপ টেস্টে রেজাল্ট পজিটিভ আসে পগবার। যদিও সেই ম্যাচে মাঠেই নামেননি তিনি। পুরোটা সময় গরম করেছেন বেঞ্চ।

পজিটিভ রেজাল্ট আসার পর তৎক্ষণাত নিষিদ্ধ করা হয় পগবাকে। যদিও আপিল করেছিলেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। কিন্তু কোনো লাভ হয়নি। চার বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন অনেকেই।

মিডফিল্ডার পল পগবা ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন। ওই দলের খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন তিনি। দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনি। ফ্রান্স অনূর্ধ্ব-১৬ থেকে অনূর্ধ্ব-২০ হয়ে জাতীয় দলে ঢোকেন এই মিডফিল্ডার। লেস ব্লুজদের জার্সিতে খেলেছেন ৯১ ম্যাচ।

সপক