বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১০:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএলের প্লে অফে কে কার প্রতিপক্ষ

বিপিএলের প্লে অফে কে কার প্রতিপক্ষ
বিপিএলের প্লে অফে কে কার প্রতিপক্ষ

বিপিএলের ১০ আসরের ফাইনালের মিশনে কোয়ালিফায়ার রাউন্ডে মুখোমুখি হবে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল।

পয়েন্ট টেবিলের হিসেবে সেরা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। ১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান কুমিল্লার। নিয়মানুযায়ী এ দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। আগামী ২৬ ফেব্রুয়ারি রাইডার্স-ভিক্টোরিয়ান্সের মুখোমুখি লড়াইয়ে জয়ী দল সরাসরি পাবে ফাইনালের টিকিট।

হারলেও অপর দল বাদ পড়বে না। তারা পাবে আরও একটি সুযোগ। এলিমিনেটর রাউন্ডে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা। টেবিলের তিনে থাকা ফরচুন বরিশাল ও চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে ২৬ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর রাউন্ডের লড়াই। জয়ী দল প্রথম কোয়ালিফায়ার রাউন্ডে বাদ পড়া দলের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। আর পরাজিত দল দশম আসর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে।

প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আগামী ১ মার্চ শিরোপার লড়াই দিয়ে বিপিএলের দশম আসরের পর্দা নামবে।

প্লে অফে নাম লেখানো চার দলের মধ্যে এখন পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি চট্টগ্রাম ও বরিশাল। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা এখন পর্যন্ত নয় আসরের চারটিতেই শিরোপা ঘরে তুলেছে। রংপুরের ঘরে উঠেছে এক শিরোপা।

সর্বশেষ

জনপ্রিয়