শুক্রবার ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ১০ অক্টোবর ২০২৫

চিতলমারীতে এস্কেন গংদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

চিতলমারীতে এস্কেন গংদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে আবারও যুবলীগ নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস্কেন্দার শিকদার (এস্কেন) ও তার ভাই ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগের গণযোগাযোগ ও সড়ক বিষয়ক সম্পাদক সাদ্দাম শিকদারসহ তাদের সহযোগীরা মাদক, জুয়া, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

চিতলমারী থানার শিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মীর আক্কাস আলী (৬৮)  ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায়  চিতলমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের  মাধ্যমে জানান, ঢাকা থেকে চাকুরিজীবী রকিবুল হাসান রাজু মীর (৩২)  ছুটিতে বাড়িতে আসলে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবলীগ নেতা এস্কেন শিকদার ও তার সহযোগীরা তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পরে গত ৭ অক্টোবর ঢাকায় ফেরার পথে পদ্মাসেতু এলাকায় সাদ্দাম শিকদার, তার ভাই ছাত্রলীগ নেতা সাদিকুল শিকদার এবং সন্ত্রাসী সজীব শিকদার চাপাতি দেখিয়ে রকিবুল হাসানের কাছ থেকে প্রায় ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি তাকে গুম ও হত্যার চেষ্টা চালায়। 

যাত্রীদের প্রতিবাদ ও সেনাসদস্য তাহিদুল ইসলামের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পান রকিবুল হাসান। তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে।

অভিযোগ রয়েছে, এস্কেন, সাদ্দাম, সাদিকুল, সজীব, শিপন, হৃদয়, হামিম ও বক্কার নামের একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, জুয়া ও ভূমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

জনপ্রিয়