শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ১৭ অক্টোবর ২০২৫

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন হাফেজা দুই যমজ বোন

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন হাফেজা দুই যমজ বোন
ছবি: সংগৃহীত

একই মুখের হাসি, একই স্বপ্ন—দুই বোনের পথচলাও একই। লক্ষ্মীপুরের রায়পুরের জমজ বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা একসঙ্গে লিখেছেন সাফল্যের এক দৃষ্টান্ত। তারা দুজনই এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেছেন। শুধু তাই নয়, এর আগে মাত্র দেড় বছরে পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফেজা হয়েছেন তারা। তাদের এই দ্বৈত অর্জনে গর্বে উচ্ছ্বসিত পরিবার ও এলাকাবাসী।

খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদ ও সালমা আক্তারের সন্তান এই দুই বোন বর্তমানে রায়পুর পৌরসভায় ভাড়া বাসায় মা–এর সঙ্গে থাকেন। তাদের বাবা কর্মসূত্রে সৌদি আরবে অবস্থান করছেন।

চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে তারা এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের কোরআন শিক্ষা দেন চাচা হাফেজ মশিউর রহমান।

কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন, “আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্রী। তারা যেকোনো বিষয় দ্রুত আয়ত্ত করতে পারত।”

দুই বোনের এমন সাফল্যে এখন রায়পুরজুড়ে বইছে আনন্দ ও গর্বের বন্যা।

জনপ্রিয়