নোয়াখালী ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে তৃণমূল কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে তৃণমূল বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের অন্তর্গত ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সল্যাঘটাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তৃণমূল কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় নারীদেরও উপস্থিতি ছিল বেশ।
তৃণমূল কর্মী সভায় ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ করিম এর সভাপতিত্বে এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আজিম রাসেল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর নবী বাবুল। এতে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি-র সিনিয়র যুগ্ম আহবায়ক কহির উদ্দিন, আবু সোলাইমান মির্জা, সৈয়দ ইস্কান্দার বুলু, আজিজুল হক তুহিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল, সাধারণ সম্পাদক মো. আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য নুর নবী বাবুল বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশে যখন মারাত্নক দুর্ভিক্ষ দেখা দিয়েছে তখন বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান ১৯ দফা দাবি বাস্তবায়ন করার তাগিদ দিয়েছিলেন। যা এদেশকে অভিশাপ মুক্ত করে দেশের অর্থনৈতিক চাকা সচল করেছে। তেমনি সকল সংকট সমাধানে ২৪ পরবর্তী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দাবি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। যা একটি দেশের সকল সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।’