শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ১৭ অক্টোবর ২০২৫

চূড়ান্ত হলো ২০২৬ টি-২০ বিশ্বকাপের ২০ দল

চূড়ান্ত হলো ২০২৬ টি-২০ বিশ্বকাপের ২০ দল
ছবি: সংগৃহীত

২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল ১৯টি দেশ। বাকি ছিল একটি স্থান—জাপান না সংযুক্ত আরব আমিরাত, শেষ দল হিসেবে কে জায়গা করে নেবে, সেটিই ছিল বড় প্রশ্ন। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হাসল আরব আমিরাতের মুখ। জাপানকে ৮ উইকেটে হারিয়ে আগামী ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।

আল আমেরাতে অনুষ্ঠিত এশিয়া–পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আরব আমিরাত। এর আগে একই অঞ্চল থেকে নেপাল ও ওমান বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছিল।

বাছাইপর্বের শেষ ম্যাচে জাপানকে মাত্র ১১৬ রানে থামিয়ে জয়ের ভিত গড়ে দেন আরব আমিরাতের বোলাররা। এরপর ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেন আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম। শারাফু ২৭ বলে ৪৬ এবং ওয়াসিম ২৬ বলে ৪২ রান করে দলকে ৪৭ বল হাতে রেখে সহজ জয় এনে দেন।

এই নিয়ে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে সংযুক্ত আরব আমিরাত। এর আগে তারা অংশ নিয়েছিল ২০১৪ ও ২০২২ আসরে।

আগামী ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল: ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত।

জনপ্রিয়