শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:১৫, ১৬ অক্টোবর ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দরকার: সামসুজ্জামান সামু

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দরকার: সামসুজ্জামান সামু
ছবি: সংগৃহীত

রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামু বলেছেন, চায়না টাকা দিলেও আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, না দিলেও আমরা বাস্তবায়ন করতে চাই। এ প্রজেক্ট বাস্তবায়নে ৫ বছর লাগবে। আমরা যদি প্রতি বছরে ৫ হাজার কোটি টাকা করে বরাদ্দ করি। ৫ বছরে ২৫ হাজার কোটি টাকা। তা দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা নিজেরাই করতে পারবো, তাহলে আমাদের দেশের কোন ক্ষতি হবে না। আমরা দেশের টাকা দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারবো। শুধু দরকার যে সরকার আসবে যে সরকার আছে তার সদিচ্ছা দরকার।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পারে মশাল প্রজ্বালন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সামু বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিস্তা মহাপরিকল্পনা কাজের উদ্বোধন দেখতে চাই। আগামী ১ মাসের মধ্যে আমরা উদ্বোধন করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার কে বলতে চাই, বৃহত্তর রংপুরের মানুষের যে তিস্তা নিয়ে দীর্ঘ দিনের যে সমস্যা, তা সমাধান করার জন্য। এবং এ তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যায় তাহলে তিস্তা পাড়ের মানুষরা কর্মসংস্থান পাবে। 

অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার রাতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে ১০টি উপজেলার নদী তীরবর্তী ১১টি স্থানে একযোগে মশাল প্রজ্বালন করা হয়। এরই ধারাবাহিকতায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পারে মশাল প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আখেরুজ্জামান মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু, রংপুর জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল ইসলাম নাজু, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহাসহ রংপুর মহানগর ও গঙ্গাচড়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয়