জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ হোসেন

জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এলাকায় একটি অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, এত মানুষের আত্মত্যাগ ও অংশগ্রহণের পর এই প্রক্রিয়া নিয়ে শঙ্কা থাকা যায় না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, রাষ্ট্র যখন দিয়েছে স্বাক্ষর ও বাস্তবায়নের দায়িত্ব, তখন এ নিয়ে দ্বিমত করা ঠিক হবে না।
তিনি আরো দাবি করেন, যদি কোনো দল এই প্রক্রিয়ায় অংশ না নেয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, জাতীয় ঐক্য গঠনের নামে বিভিন্ন দল তাদের বিবেচনায় কাজ করলে তা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবে। সব দলকেই অংশগ্রহণ করতে হবে — না হলে এ প্রক্রিয়া সর্বসমক্ষে গ্রহণযোগ্য হবে না।