ভূঞাপুরে দুই কোটি টাকার নির্মাণাধীন প্রকল্পে ফাটল
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় দুই কোটি টাকার একটি নির্মাণাধীন প্রকল্পে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বামনহাটা গ্রামে ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট বা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটির নির্মাণকাজ চলমান রয়েছে। ২০২৩–২৪ অর্থবছরে ১ কোটি ৬৮ লাখ ১ হাজার ৬৮০ টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। বর্তমানে কাজ শেষের পর্যায়ে থাকলেও ইতোমধ্যে মাটির নিচ থেকে উপর পর্যন্ত অন্তত চারটি স্থানে ফাটল দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা সামসুল বলেন, “আমি নিজে ফাটলগুলো দেখেছি। প্রকল্পটি ব্যবহারে গেলে দেয়ালগুলো ধসে যেতে পারে।”
আরেক বাসিন্দা খোকন বলেন, “নির্মাণকালেই ফাটলের সৃষ্টি হওয়া দুঃখজনক বিষয়।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান এবং প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব হাসান বলেন, “প্রকল্পটি এখনো আমাদের কাছে হস্তান্তর হয়নি। তবে বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে দেখা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



























