সোমবার ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ২৭ অক্টোবর ২০২৫

বিরল উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

বিরল উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলা জামায়াতের আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত বিষয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নাড়াবাড়ী হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা ও ৪নং শহরগ্রাম ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রহমান বিপ্লব, রাকিজুল ইসলাম, বেলাল হোসেন, মোজাম্মেল হক প্রমুখ।
অপরদিকে উপজেলা জামায়াতে ইসলামী’র পক্ষে বক্তব্য রাখেন সোহেল রানা দুলাল, আদিল হোসেন, রুবেল ইসলাম ও হাফেজ নুর ইসলাম প্রমুখ।

মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ শহরগ্রাম ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি দীপ্ত টিভির ফেসবুক পেজে বিরল উপজেলা জামায়াত আমির হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে একতরফা, মিথ্যা ও অসত্য তথ্য সম্বলিত একটি সংবাদ লাইভ প্রচার করা হয়। ওই সংবাদে শুধুমাত্র বাদির বক্তব্য প্রচার করা হলেও বিবাদির বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। বক্তারা বলেন, যদি বিবাদির বক্তব্য প্রচার করা হতো, তাহলে প্রকৃত সত্য প্রকাশ পেতো।

মানববন্ধনে বক্তারা দীপ্ত টিভিকে সংবাদটি তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানান। 

সর্বশেষ

জনপ্রিয়