রসিকতা করে যা বললেন দুরেফিশান
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম সাম্প্রতিক এক টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় রয়েছেন।
সম্প্রতি অভিনেত্রী নিদা ইয়াসিরের রমজান বিষয়ক অনুষ্ঠান ‘শান-এ-সুহুর’-এ অতিথি হয়ে অংশ নেন দুরেফিশান। সেখানেই তিনি এক মজার ঘটনায় নিজের ‘অপরাধ’ স্বীকার করে সবাইকে চমকে দেন।
অনুষ্ঠানে দুরেফিশান হাসতে হাসতে জানান, “আমি একবার একটি বড় পাঁচ তারকা হোটেল থেকে একটি জায়নামাজ (নামাজের পাটি) চুরি করেছিলাম, কারণ এটি খুবই নরম এবং দারুণ ছিল।”
তার এমন স্বীকারোক্তিতে হতবাক হয়ে যান সঞ্চালক নিদা ইয়াসির ও সহ-অতিথি **অভিনেতা মিকায়েল জুলফিকার। দর্শকরাও হাসিতে ফেটে পড়েন।
তবে বিষয়টি মজা হিসেবে নিলেও মিকায়েল জুলফিকার প্রশ্ন তোলেন,“নামাজের পাটি চুরি করতে কি আপনার লজ্জা লাগেনি?”
উত্তরে দুরেফিশান বলেন, “আমার মনে হয়েছিল, যেহেতু এটি আমি নামাজ পড়ার জন্য ব্যবহার করব, তাই আল্লাহ হয়তো আমার এই কাজটি ধরবেন না।”
তার কথায় রসিকতা ধরে রাখতে পারেননি মিকায়েল। তিনি মজা করে বলেন, “তাহলে তো মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরও মাফ হয়ে যাওয়া উচিত!”
এই অংশের ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।



























