সোমবার ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:২১, ৪ জানুয়ারি ২০২৬

ছুরিকাঘাত করে শরীরে আগুন দেওয়া সেই ব্যবসায়ীর মৃত্যু

ছুরিকাঘাত করে শরীরে আগুন দেওয়া সেই ব্যবসায়ীর মৃত্যু
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নৃশংস হামলার শিকার ওষুধ ব্যবসায়ী খোকন দাস আর নেই। ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন খোকন দাস। প্রথমে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীদের চিনে ফেলায় তাকে নিশ্চিহ্ন করতে শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খোকন দাসের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার তার শরীরের বিভিন্ন ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বৃহস্পতিবার গভীর রাতে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)-কে আসামি করা হয়।

খোকন দাসের মৃত্যুর খবরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, “আমরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: