শনিবার ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:২০, ২ জানুয়ারি ২০২৬

চসিকের ডাম্প ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

চসিকের ডাম্প ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত
ছবি: সংগৃহীত

ডিউটি শেষ করে থানায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে রাত ২টা ৪৫ মিনিটে নয়ন দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে মোটরসাইকেলে করে কোতোয়ালি থানার উদ্দেশে রওনা দেন। কদমতলী আর্টমাচ মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নয়নের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কালা মিয়া সওদাগরের বাড়ির বুড়ি পুকুর গ্রামে। তিনি ওই এলাকার নুরুল আমিনের সন্তান।

জনপ্রিয়