ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার কবলে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌরুটগুলো। নদীতে দৃশ্যমানতা চরমভাবে কমে যাওয়ায় পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে ছোট-বড় মোট ২টি ফেরি আটকা পড়ে আছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, গভীর রাত থেকে শুরু হওয়া ঘন কুয়াশার কারণে নদীতে কয়েকশ মিটারের বেশি দূরত্ব দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘাট সংশ্লিষ্টরা আরও জানান, শীত মৌসুম শুরুর পর থেকেই প্রায় নিয়মিতভাবে কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় চালু করা হবে। তবে কুয়াশা দীর্ঘস্থায়ী হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “নদীতে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।”



























