বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ৬ জানুয়ারি ২০২৬

মিরপুরে ডিবির অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিরপুরে ডিবির অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়া ও তার এক সহযোগীকে হাতেনাতে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মিরপুর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জনপ্রিয়