আওয়ামী লীগের উপদেষ্টা হলেন ১০ দলীয় জোটের প্রার্থী
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হয়েছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ডা. জহির উদ্দিন আহমেদ। তিনি আওয়ামী লীগ শাসনামলে রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। এখন খেলাফত মজলিশ থেকে জোটের মনোনয়ন পেয়েছেন।
এ বিষয়ে ডা. জহির বলেন, ‘আমাকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে। আমি নির্বাচন করব।’
তিনি বলেন, ‘‘আমি ছাত্রজীবন থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। দীর্ঘ ১৯ বছর বিদেশে ছিলাম। দেশে এসে ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। পরবর্তী উপজেলা নির্বাচনে তৎকালীন এমপি-মন্ত্রী মহিবুর রহমান মহিব আমাকে নির্বাচন করতে দেননি। তার চাপে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হই। ওই সময় তিনি একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন, ‘জহির সাহেব আপনি আওয়ামী লীগ করবেন, আপনি আওয়ামী লীগের উপদেষ্টা’। আমি তার এ কথায় রাজি হইনি। তা ছাড়া একজন এমপি-মন্ত্রী দলের সাংগঠনিক পদ দিতে পারেন না। দলের পদ পেতে হলে জেলা কমিটির স্বাক্ষরে, কিংবা কাউন্সিলের মাধ্যমে হতে হবে।’’
জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসান বলেন, ডা. জহির উদ্দিন আহমেদকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে। এটি জোটের সিদ্ধান্ত। তারা ডা. জহিরকে সহযোগিতা করবেন।



























