শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ২২ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

তারেক রহমানের জনসভায় মানুষের ঢল
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভায় অংশগ্রহণের জন্য মানুষের ঢল নেমেছে। মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সরেজমিনে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে এই দৃশ্য লক্ষ্য করা গেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের এ ঐতিহাসিক আগমন ও জনসভাকে ঘিরে সিলেট মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে আম্বরখানা, দরগাহ গেইট ও চৌহাট্টা পয়েন্ট এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের হাজারো নেতাকর্মী রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নিতে দেখা গেছে।

সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তৈরি করা হয়েছে নানা ব্যানার। এসব ব্যানারে দলের স্লোগান, শুভেচ্ছাবার্তা এবং তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। অনেক জায়গায় নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, যা পুরো এলাকা প্রাণবন্ত করে তুলেছে। নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘ দুই দশক পর দলের শীর্ষ নেতার আগমন তাদের জন্য এক আবেগঘন মুহূর্ত। তারা আশা করছেন, জনসভা থেকে তারেক রহমান দেশের রাজনীতি ও বিএনপির ভবিষ্যৎ আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এদিকে, জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সব মিলিয়ে, ২১ বছর পর তারেক রহমানের সিলেট আগমন বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। নগরজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যা আসন্ন জনসভার গুরুত্ব আরও বৃদ্ধিতে সহায়ক হবে।