গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই : মেজর হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এক পক্ষের জনগোষ্ঠী এটি জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। এছাড়া, যেভাবে গণভোটের প্রচার হয়েছে, তাতে অনেক বিভ্রান্তি রয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, “গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে, যা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারে। কিন্তু এখানে ঢাকার একটি এলিট গোষ্ঠী জনগণের ওপর এটি চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনো এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। আমাদের দল বিএনপি প্রথমে এতে রাজি হয়নি। বিএনপি রাজি না হলে দেখা যেত, নির্বাচনই হবে না। তাই অবস্থার প্রেক্ষিতে বিএনপি ‘জুলাই সনদে’ সই করেছে। ফলে আমরা কিছুটা বাধ্য হয়ে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি। এরপর নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবে।”
তিনি আরও বলেন, “গণভোট দিতে পারে সব দল একত্রিত হয়ে। কোন কোন দেশে সংবিধানের নির্দিষ্ট বিষয় পরিবর্তনের জন্য গণভোট হয়। সেটি নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারে। এখানে বিদেশ থেকে আসা যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত নয়, তারা জনগণের কোনো ত্যাগ ছাড়াই কেবল নিজেদের অবস্থান বজায় রাখতে গণভোট চালিয়ে দিয়েছে। তাই এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, তবে নৈতিকভাবে কিছুটা আছে। যেহেতু আমরা জুলাই অভ্যুত্থানকে সমর্থন করি, তাই জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবো।”



























