শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ২২ জানুয়ারি ২০২৬

মৃত শিক্ষক হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা

মৃত শিক্ষক হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন দেড় বছর আগে মারা যাওয়া এক মাদ্রাসা শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে আব্দুল করিম ওই শিক্ষকের নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়।

আলোচনায় আসা আব্দুল করিম চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট তিনি মারা যান। দেড় বছর আগে আব্দুল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার মো. শফিউল আলম। 

এদিকে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের জারি করা চিঠিতে জানা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত কর্মকর্তাদের তালিকা প্রেরণ করা হয়। এতে ২৮০ নম্বর ক্রমিকে আব্দুল করিমের নাম দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে ওই মৃত ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে।’