বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

ঝিনাইদহ প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:৩৮, ৮ নভেম্বর ২০২৪

ঝিনাইদহের সাবেক এমপি ৩ দিনের রিমান্ডে

ঝিনাইদহের সাবেক এমপি ৩ দিনের রিমান্ডে
সংগৃহীত

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার (৮ নভেম্বর) সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

র‍্যাব-৪ জানায়, তানজীব সিদ্দিকীকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আটক করা হয়েছে। তিনি হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জামায়াত নেতা হত্যার মামলা রয়েছে।

প্রসঙ্গত, তানজীব সিদ্দিকী ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে হেরে যান। মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রলীগে নেতৃত্বদানকারী প্রয়াত নূরে আলম সিদ্দিকীর ছেলে তানজীব সিদ্দিকী।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়