ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল মিয়া (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) রাতে সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নাটাই দক্ষিণ ইউপির বড়হরন রেলগেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।
মো. বিল্লাল মিয়া আশুগঞ্জ উপজেলার শরিফুল ইউনিয়নের হেবজু মিয়ার ছেলে। তবে বর্তমানে তিনি জেলা শহরের সিম্পলকান্দি এলাকায় বসবাস করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ৯ মার্চ জেলা পরিষদের উপনির্বাচনে মো. বিল্লাল মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়। তবে গত ৫ আগস্টের পর মো. বিল্লাল মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যাসহ দুটি মামলা দায়ের করা হয়। তবে গাঁ ঢাকা দেওয়ায় দীর্ঘ দিন তাকে গ্রেপ্তারের আওতায় আনা যায়নি। অতপর গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ রেলগেট এলাকা থেকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার মো. বিল্লাল মিয়াকে আদালতে প্রেরণ করা হবে।