শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩০, ৯ মে ২০২৫

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন
পত্রিকা অফিসেআগুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশসংযোগ পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করেছে একদল বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় মহানগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, মাগরিবের নামাজের কিছুক্ষণ পর প্রায় ৩০-৪০ জনের একটি দল পত্রিকা অফিসে এসে শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল বাইরে এনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে আশপাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সংবাদ পরিক্রমাকে বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

 

পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

 

ওই সংবাদটি বৃহস্পতিবারের প্রকাশিত পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়, যেখানে একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুতে “প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শোক প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয়। এছাড়াও সেখানে খুলনার কয়েকজন সাবেক সংসদ সদস্যকে বর্তমান সংসদ সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকে এটিকে রাজনৈতিক প্রোপাগান্ডা ও তথ্য বিকৃতি বলে অভিহিত করেন।

সম্পর্কিত বিষয়: