বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বগুড়া প্রতিনিধি :

প্রকাশিত: ১১:৩৬, ৭ মে ২০২৫

‘প্রকাশ্যে জবাই করার’ হুমকি

অধ্যক্ষকে মারধর করলেন এনসিপি নেতাকর্মীরা!

অধ্যক্ষকে মারধর করলেন এনসিপি নেতাকর্মীরা!
ফেসবুক থেকে সংগৃহীত

বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিল্লাত হোসেনকে প্রকাশ্যে মারধরের পর ডিবি পুলিশের হেফাজতে দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীরা।

সোমবার (৫ মে) রাত আটটার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় নিজ চেম্বারে হামলার শিকার হন অধ্যক্ষ মিল্লাত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল সানীর নেতৃত্বে মিল্লাতকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পথে থেমে থেমে মারধর করা হচ্ছে। ভিডিওতে সানীকে বলতে শোনা যায়, “এক ছয় মাস আগে আলটিমেটাম দিছলাম... বেশি কথার মানুষ আমি না, এক কথার মানুষ... তুই আমার ভাইগরক ২০-২৫ বছর ধরে মারছু।”

এক পর্যায়ে অধ্যক্ষ মিল্লাত পানি চাইলে, তা তার মুখে না দিয়ে মাথায় ঢেলে দেন সানী।

এ সময় এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের “ধরে ধরে জবাই করার” হুমকিসহ নানা উসকানিমূলক স্লোগান দেয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

অধ্যক্ষ মিল্লাত বগুড়া শহরের নাটাইপাড়ার বাসিন্দা। তিনি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, “জুলাই-আগস্ট আন্দোলনকেন্দ্রিক কোনো মামলায় মিল্লাতের নাম নেই। তবে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

সম্পর্কিত বিষয়: