সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার

সারারাত অভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ্ধসহ রাতভর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়ির আশপাশে পুলিশে সদস্যরা অবস্থান নেন। প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধসহ রাতভর নানা নাটকীয়তার পর অবশেষে শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে আইভীর বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, ডা. সেলিনা হায়াৎ আইভীকে ধরতে গেলে আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওভোগ এলাকায় তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ করায় পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। তাকে যেন গ্রেপ্তার করতে না পারে সেই দাবিতে বাড়ির সামনে রাতভর বিক্ষোভ চালিয়েছেন তারা।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। রাতভর চেষ্টা চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।