বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

কুষ্টিয়া প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:০৪, ২৮ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় আদালতে মারামারি, আহত ২

কুষ্টিয়ায় আদালতে মারামারি, আহত ২
সংগৃহীত

কুষ্টিয়ায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আদালতে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। এতে আদালতের দুই কর্মচারী আহত হয়েছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে। 

তিনি বলেন, আদালতের সেরেস্তাদার ও কর্মচারীদের সঙ্গে টাকাপয়সা নিয়ে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর জেরে ওই ব্যক্তি বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে কর্মচারীদের ওপর হামলা করে। এতে রাকিব ও রাসেল  নামে দুইজন কর্মচারী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আদালতের একটি সূত্র জানায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে বিএনপির নেতা মহাসিনকে অপমান, অপদস্ত ও মারধর করে আদালতের কর্মচারীরা। পরে তার পরিচিতজনরা কর্মচারীদের মারধর করে। উভয়পক্ষকে নিয়ে বসে সমাধানের দাবি জানিয়েছেন তারা। ঘটনায় মহসিনকে পুলিশ হেফাজতে নিয়েছে আদালত পুলিশ। 

আদালতের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীরা জানান, মহাসিন নামের এক ব্যক্তি সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের হিসাবরক্ষক মঞ্জুরুল ইসলামের কাছে আসেন এবং টাকা নিয়ে তর্কে জড়ান। এসময় মহসিনের সঙ্গে আদালতের কর্মচারীদের হট্টগোল হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার দিকে মহসিন বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে কর্মচারীদের মারপিট করেন। এতে দুই কর্মচারী আহত হয়েছেন। মহাসিনকে আদালত পুলিশ হেফাজতে নিয়েছে।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়