শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১৫:২৯, ৮ মার্চ ২০২৫

মুন্সীগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার সেকান্দার

মুন্সীগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার সেকান্দার
সংগৃহীত

মুন্সীগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. সেকান্দার আলী চোকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ধর্ষণের ঘটনাটি ২ মার্চ বিকাল তিনটায় পশ্চিম মুক্তারপুরে আসামির ভাড়া বাড়িতে ঘটে। খাবার ও বেলুন কিনে দেয়ার লোভ দেখিয়ে নির্জনে দুই শিশুকে ধর্ষণ করেন তিনি।

এ বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শুক্রবার (৭ মার্চ) রাতে সেকান্দারকে আটক করে ৯৯৯ এ কল করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আসামিকে থানায় নিয়ে আসে।

ওসি জানান, সেকান্দার আলী চোকদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: