শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশিত: ১১:০৩, ১০ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

 

শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।

 

তিনি জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ৬০৩ নং মালবাহী ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর পৈরতলা রেলক্রসিংয়ের সামনে গিয়ে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

 

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবে। এই মুহূর্তে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে এবং সিলেটগামী উপবন এক্সপ্রেস নরসিংদী স্টেশনে অবস্থান