মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:৫৪, ১৩ মে ২০২৫

বিমানবন্দরে আন্দালিব রহমান পার্থর স্ত্রীর বিদেশ যাত্রায় বাধা

বিমানবন্দরে আন্দালিব রহমান পার্থর স্ত্রীর বিদেশ যাত্রায় বাধা
সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনের বিদেশ যাত্রায় বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (১৩ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাহনবন্দরে এই ঘটনা ঘটে।

 

সূত্র মতে, শেখ শাইরা শারমিন আজ দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। নির্ধারিত সময়ে তিনি বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক-ইন সম্পন্ন করেন। তবে ইমিগ্রেশনে পৌঁছানোর পর তাকে ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়।

 

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য ইমিগ্রেশন কর্মকর্তারা করেননি। তবে ধারণা করা হচ্ছে, সরকারের নির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শেখ হেলাল উদ্দীনের কন্যা। তিনি সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বড় বোন। শেখ হেলাল বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।

সম্পর্কিত বিষয়: