"বিনামূল্যে কুরআন উপহার কর্মসূচি’" জবি ছাত্র শিবিরের

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এই কর্মসূচি শুরু করেন। কুরআন উপহার কর্মসূচি সকাল ৯ টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল রিয়াজুল ইসলাম বলেন, আমরা (বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা) রমজান মাস থেকে কুরআন বিতরণ করে আসছি। রমজান মাসে প্রায় ১০০০ জন শিক্ষার্থী কুরআন নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন। যারা রেজিষ্ট্রেশন করেছেন কুরআন দিবস উপলক্ষে তাদেরকে আমরা (জবি ছাত্রশিবির) ফ্রিতে কুরআন উপহার দিচ্ছি।
ভবিষ্যতেও আমরা আমাদের ফেইসবুক পেইজে ঘোষণা দিয়ে সবার মাঝে ফ্রিতে কুরআন বিতরণ করব।