স্ত্রীসহ সাবেক হুইপ আতিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় সংসদের সাবেক হুইপ ও শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক ও তার স্ত্রী শান্তনা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
শনিবার (২৪ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, আতিক ও তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আতিকের বিরুদ্ধে অতীতে বহু দুর্নীতির অভিযোগ থাকলেও তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদের ঘনিষ্ঠতার কারণে সেগুলোর তদন্ত আলোর মুখ দেখেনি। ২০১৮ সালে দুদক তাকে তলব করলেও বিশেষ তদবিরে দায়মুক্তি পান।
সাবেক এই হুইপের বিরুদ্ধে বিলাসবহুল বাড়ি, ঢাকায় একাধিক ফ্ল্যাট, গ্রামের বাড়িতে বিশাল বাগানবাড়ি এবং নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও তদবির বাণিজ্য ও সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগ স্থানীয়ভাবে দীর্ঘদিনের।
গত বছর আগস্টের পর থেকে আতিক ও তার পরিবার আত্মগোপনে রয়েছেন। বড় দুই মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আগের মতো এবার আর তিনি সহজে রেহাই পাবেন না। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।