শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৩, ২৩ মে ২০২৫

ভদ্রতা’র মুখোশ খুলে গেল!

৫০ এভি রেস্টুরেন্টের রাহাতের বুলিংয়ের শিকার এক তরুণী!

৫০ এভি রেস্টুরেন্টের রাহাতের বুলিংয়ের শিকার এক তরুণী!
ছাত্রলীগ ক্যাডার রাহাত

সাভারের ৫০ এভি রেস্টুরেন্ট যেন এখন শুধু খাবারের জায়গা নয়, অভিযোগের আঁতুড়ঘর। প্রতিষ্ঠানটির মালিক রকিবুল হাসান রাহাতের বিরুদ্ধে নারী বুলিং, রাজনৈতিক হামলায় অংশগ্রহণ এবং রেস্টুরেন্টকে অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করার অভিযোগ উঠে এসেছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট দেখিয়ে এতদিন এসব কাজ করছেন তিনি।

 

‘ফারজান’ (ছদ্মনাম) নামের এক তরুণী অভিযোগ করেন, “রাহাতের সঙ্গে পরিচয় হয় রেস্টুরেন্টে। কয়েকবার যাতায়াতের পর সে আমার প্রতি অনৈতিক ইঙ্গিত দেয়। প্রতিবাদ করলে ভয় দেখায় এবং বলে, আমি ক্ষমতাধর নেতাদের ঘনিষ্ঠ – আমার কিছুই হবে না।” ফারজানের দাবি, রাহাত আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা ও উপজেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ‘আশীর্বাদপুষ্ট’। 

এই রাহাতই ২০২৪ সালের জুলাই মাসে সাভারে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলার নেপথ্য কারিগর বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। দাবি করা হচ্ছে, তিনি ও তার ক্যাডার বাহিনী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আন্দোলন দমন করেন, যা স্থানীয়ভাবে ‘গণতন্ত্রের মুখে চপেটাঘাত’ হিসেবে বিবেচিত হয়েছে।

আরও অভিযোগ, তার রেস্টুরেন্টে নিয়মিত চলে পার্টি, মাদক ও নারী সংশ্লিষ্ট কর্মকাণ্ড। স্থানীয় বাসিন্দারা বলছেন, “৫০ এভিতে পরিবার নিয়ে ঢোকা তো দূরের কথা, রাস্তাও পার হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।”

এই সব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রাহাত নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এক প্রতিবেদনের কারণে আমার বিদেশ যাত্রাও আটকে যেতে পারে।”