রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪১, ২৫ মে ২০২৫

সাভারে প্রেম দিয়ে প্রতারণা: ছাত্রলীগ থেকে ছাত্রদলে মুনের পথচলা!

সাভারে প্রেম দিয়ে প্রতারণা: ছাত্রলীগ থেকে ছাত্রদলে মুনের পথচলা!
প্রতারক মুন

সাভারে এক তরুণের বিরুদ্ধে একের পর এক প্রেমের নাটক সাজিয়ে তরুণীদের প্রতারণা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে নোয়াজেস আহমেদ মুন, যাকে স্থানীয়রা ব্যঙ্গ করে বলছেন “সাভারের প্লেবয় ছাত্রলীগের মুন”।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুদর্শন ও চতুর বাকশক্তির অধিকারী মুন বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলেন। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, মুন প্রথমে বন্ধুত্ব, এরপর প্রেম—তারপরই শুরু হয় মানসিক এবং আর্থিক শোষণ।

জানা গেছে, মুন একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা সভাপতি আতিকের ঘনিষ্ঠ অনুসারী ছিল। তবে বর্তমানে সে জাতীয়তাবাদী ছাত্রদলে প্রবেশের চেষ্টায় রয়েছে। ভারতে অবস্থানরত ছাত্রলীগের এক নেতা জানান, “মুন শুধু ছাত্রলীগে জড়িত ছিল না, জুলাই আন্দোলনের সময় সে সাধারণ ছাত্রদের বিরুদ্ধেও অবস্থান নেয়।”

এক ভুক্তভোগী তরুণী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মুনের চেহারা আর মিষ্টি কথার জালে পড়ে মেয়েরা দ্রুতই তার ফাঁদে পড়ে। একবার জড়িয়ে গেলে আর রক্ষা নেই—তারপরই শুরু হয় মানসিক খেলা ও সম্পদ হাতানোর পর্ব।”

সম্প্রতি এক নারী সংক্রান্ত কেলেঙ্কারিতে সাভারের স্থানীয় জনতা মুনকে গণধোলাই দেয়। এ বিষয়ে মুন সংবাদ পরিক্রমাকে জানান, “ঘটনাটি মীমাংসা হয়ে গেছে। এটা আসলে গণধোলাই ছিল না।” ছাত্রলীগ সংশ্লিষ্টতা প্রসঙ্গে প্রশ্ন করলে, তিনি নিজেকে জাতীয়তাবাদী দলের এক জ্যেষ্ঠ নেতার আত্মীয় হিসেবে দাবি করেন।

সাভারে মুনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে আরও তরুণী তার প্রতারণার শিকার হতে পারেন।