শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ১১:০৯, ১৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নোয়াখালীতে এনসিপির মশাল মিছিল

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নোয়াখালীতে এনসিপির মশাল মিছিল
সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে দ্বীপ সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর যারা ফ্যাসিজম কায়েম করেছিল, তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু বছর না যেতেই কীভাবে আবার অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালানোর সাহস পেল আওয়ামী সন্ত্রাসীরা— এ প্রশ্ন আজ সবার মনে।

 

তারা আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সরকার গণতন্ত্রকেই চ্যালেঞ্জ করছে। এ ধরনের আগ্রাসন রুখতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রয়োজন। বক্তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

জাতীয় নাগরিক পার্টির মুখ্য যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ. গণি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছল তিব্রিজ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সাহেদ, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা ও আবির হোসাইন।

 

জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা বলেন, এনসিপির জুলাই পদযাত্রায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বহুমুখী ষড়যন্ত্র চালিয়েছে। শুধু তা-ই নয়, জুলাই বিপ্লবীদের হত্যা করার উদ্দেশ্যে তারা সারাদেশ থেকে লুকিয়ে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও সশস্ত্র ক্যাডারদের গোপালগঞ্জে গোপনে একত্রিত করতে থাকে। জাতীয় নাগরিক পার্টি এই হুমকি ও হামলাকে উপেক্ষা করে বিপ্লবী গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে পদযাত্রা সফলভাবে সম্পন্ন করে। সমাবেশ শেষে ফেরার পথে গাড়িবহরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সম্পর্কিত বিষয়: