শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ১১:৩৯, ১৮ জুলাই ২০২৫

একাত্তরকে মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে : হারুনুর রশীদ

একাত্তরকে মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে : হারুনুর রশীদ
সংগৃহীত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা বিএনপি'র সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই সংহতির আয়োজনে ‘বিপ্লব, বিভ্রান্তি ও পথচলা শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একাত্তর আমাদের জাতীয় চেতনার দিক। আজকে একটি রাজনৈতিক দল এটিকে ভূলুন্ঠিত করছে এবং একাত্তরের চেতনাকে ম্লান করে দিয়েছে। আমাদের মুক্তিযুূ্দ্ধের যে আকাঙ্খা তা আজকে বাস্তবায়ন হয়নি। একটা লুটেরা শ্রেণি তৈরি হয়েছে যারা রাষ্ট্রের কাঠামোকে লুটপাট করে খেয়েছে।

হারুনুর রশীদ আজাদ আরো বলেন, ‘আজকে দেশে বড় বড় কারখানা তৈরি হয়েছে, মিল ইন্ড্রাস্ট্রি ও রাস্তাঘাট হয়েছে। কিন্তু আমরা নৈতিক দিক থেকে অনেক অধঃপতিত হয়েছি। সেটা একজন রাজনৈতিক ব্যক্তি হতে পারে কিংবা শিক্ষিত ব্যক্তি হতে পারে। আজকে সৎ মানুষের বড় অভাব। সৎ ও ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে বা কোনো মসনদে না আসে তাহলে আপনি যতই সভা সেমিনার করেন না কেন দেশের জন্য ভালো কিছু করতে পারবেন না। তাই আগামী দিনে সৎ মানুষ খুঁজতে হবে। ’

অনুষ্ঠানের প্রথম অধিবেশনের আলোচনা সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্র চিন্তক ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার ও অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একটি দল জুলাই গণঅভ্যুত্থানের একক দাবিদার হতে চায়। অথচ বিগত ১৭ বছর ধরে এই অভ্যুত্থানের নেপথ্যে অবদান রেখেছিলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই অভ্যুত্থানে

ঝাঁপিয়ে পড়েন। এতে বেশ কয়েকজন নেতাকর্মী শহীদ হোন।

বক্তারা আরো বলেন,‘ জুলাই আন্দলোনকে বিক্রি করে একটা পার্টি চলতে চায়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর মানুষের যে প্রত্যাশা ছিল তা এনসিপি নামক রাজনৈতিক দল গঠন হওয়ার পর ম্লান হয়ে গেছে। সমন্বয়ক নামের মহৎ একটি শব্দ মানুষ আজ শুনতে পারেনা। এটাকে তারা ঘৃণার চোখে দেখে।

বক্তারা বলেন, নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে। দেশকে আফগানিস্তান বানানোর পাঁয়তারা চলছে।  দেশের স্থিতিশীল অবস্থা ও আইনশৃঙ্খলার উন্নতিতে খুব শীঘ্রই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হওয়া জরুরী বলে মনে করছেন তারা।’

পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত বিষয়: