গোপালগঞ্জ সহিংসতা: নিহত বেড়ে ৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন।
রমজান মুন্সীর বাড়ি গোপালগঞ্জ সদর থানাধীন চৌরঙ্গী লঞ্চ ঘাট এলাকায়। তিনি সংঘর্ষ চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হন। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।
এর আগে বুধবার (১৬ জুলাই) সংঘর্ষের দিনই নিহত হন আরও চারজন। নিহতরা হলেন—কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের রমজান কাজী (১৯), শানাপাড়ার সোহেল রানা (৩৫), উদয়ন রোডের দীপ্ত সাহা (৩০) এবং ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)।
এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন—সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০)।