সোমবার ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশিত: ২২:১১, ১৭ আগস্ট ২০২৫

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই যাত্রী আটক

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই যাত্রী আটক
সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরে ৫ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। পরে আটক ব্যক্তিদের কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার (১৭ আগস্ট) বিমানবন্দরের হোল্ড লাগেজ স্ক্যানিং মেশিনে এ ঘটনা ঘটে। ওই সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS-144) যাত্রী মো. জাকির হোসেন (২১) এর ব্যাগ স্ক্যানিং করার সময় সন্দেহজনক কিছু ধরা পড়ে। পরে তার ক্রিকেট ব্যাটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ব্যাটের নিচের অংশ কেটে মোট ৫ হাজার ১০০ পিস ইয়াবা (ওজন প্রায় ৫০০ গ্রাম) উদ্ধার করা হয়েছে। এ সময় জাকির হোসেনের সহযোগী তানভীর আহমেদ (২৮) কেও আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।