সোমবার ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি :

প্রকাশিত: ২২:২২, ১৭ আগস্ট ২০২৫

জুরানপুর বিশ্ববিদ্যালয় গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান

জুরানপুর বিশ্ববিদ্যালয় গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান
সংগৃহীত

কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১ নং আহবায়ক সদস্য, শিক্ষানুরাগী ও জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মো. নুরুজ্জামানকে কলেজ পরিচালনা পর্ষদ গভর্নিং বডিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রতিনিধি হিসেবে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।


শনিবার প্রকাশিত সিদ্ধান্তে দুই বছর মেয়াদী গভর্নিং বডির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন অত্র কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আবুল কাশেম ভূঁইয়া।


শিক্ষাপ্রেমী নুরুজ্জামান গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত হওয়ায় কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।
নুরুজ্জামানকে বিদ্যোৎসাহী সদস্য পদে মনোনীত করায় বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।