ইভেন্ট বুকিংয়ে ১ বছরের জন্য ৫০ শতাংশ ছাড় দিচ্ছে আইসিসিএল

করপোরেট ইভেন্ট, বিয়ে, প্রদর্শনী, মেলা ও সামাজিক অনুষ্ঠানের অন্যতম প্রধান গন্তব্য ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল), ঢাকা এক বছরের জন্য ভেন্যু বুকিংয়ে দিচ্ছে বিশেষ ছাড়। আগামী বছরের জুলাই পর্যন্ত ভেন্যু বুকিংয়ে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড় (শর্তাবলী প্রযোজ্য)। শুধু ভেন্যু ভাড়াতেই নয়, বরং এলইডি, লাইটিং ও সাউন্ড সিস্টেমের ক্ষেত্রেও এই অফার প্রযোজ্য হবে।
একবার বুকিং করলে আগামী ১২ মাসের মধ্যে যেকোনো সময় ভেন্যুটি ব্যবহার করা যাবে। ফলে বড় কোনো বিয়ে, করপোরেট সেমিনার বা সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য গ্রাহকদের হাতে থাকছে পর্যাপ্ত সময়।
আইসিসিএলের ১৪ হাজার বর্গফুট জায়গায় তৈরি দুটি প্রশস্ত হল— স্যাফায়ার ও এমেরাল্ড— রাউন্ড-টেবিল সেটআপে ৮০০ জন এবং থিয়েটার স্টাইলে ১,২০০ জন অতিথি ধারণ করতে সক্ষম। এছাড়া স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও আধুনিক লাইটিং সিস্টেম থাকায় প্রতিটি আয়োজন হয় নিখুঁত ও মর্যাদাপূর্ণ।
কিচেনে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের অ্যাপ্লায়েন্স, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয় হওয়ায় সবকিছু থাকে স্বাস্থ্যকর। এজন্যই ঢাকার অন্যতম সেরা কনভেনশন হল হিসেবে আইসিসিএল স্বীকৃত।
আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। প্রতিটি অনুষ্ঠানকে সাশ্রয়ী ও গ্রাহকের নাগালে আনা আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই এই ৫০% ছাড়ের অফার। বিশ্বমানের ভেন্যুটি যেন সবার জন্য সহজলভ্য হয়, সেটিই আমাদের প্রতিশ্রুতি।”