আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাব আরও জোরালোভাবে পড়েছে দেশের স্বর্ণবাজারে। সব ক্যাটাগরির স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার টাকার ঘর অতিক্রম করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ নতুন মূল্যসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে কাঁচা স্বর্ণ বা তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করে এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের ভরি প্রতি মূল্য
২২ ক্যারেট : ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা
২১ ক্যারেট : ১ লাখ ৭০ হাজার ৭০২ টাকা
১৮ ক্যারেট : ১ লাখ ৪৬ হাজার ৩১৮ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ : ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা