মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০০, ৯ সেপ্টেম্বর ২০২৫

আনন্দায়ক পরিবেশে ভোটগ্রহণ চলছে : বাকের

আনন্দায়ক পরিবেশে ভোটগ্রহণ চলছে : বাকের
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার বলেছেন, আনন্দায়ক পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোট কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবু বাকের মজুমদার বলেন, “সুন্দর একটি ফলাফল পাবেন বলে আমরা আশা করছি। শিক্ষার্থীরা যে রায় দেবেন, সব প্রার্থীই সেটি মেনে নেবেন বলে প্রত্যাশা করি।”

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার রয়েছেন।

ডাকসুতে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। আর ১৮টি হলে প্রতিটি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে এবার প্রতিটি শিক্ষার্থীকে ৪১টি ভোট দিতে হচ্ছে।