রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ০৯:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন নতুন ডিন নিয়োগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন নতুন ডিন নিয়োগ
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ এবং আইন অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) উপাচার্যের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম কামাল। ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং আইন অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইরফান আজিজ। এছাড়া আইন অনুষদের ডিন হিসেবে প্রথমবারের মতো অনুষদভুক্ত বিভাগের শিক্ষক নিয়োগ পেয়েছেন, যেখানে পূর্বে উপাচার্যরাই ডিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ২২ (৫) ধারা মোতাবেক এবং পরবর্তী সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ২ (দুই) বছরের জন্য ডিন নিযুক্ত করা হলো। নতুন নিয়োগপ্রাপ্ত ডিনবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সম্মানী এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

জনপ্রিয়