বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:১৪, ৬ মার্চ ২০২৫

নজরুল ও কৃষি বিশ্ববিদ্যালয়ে মোবাইল সাংবাদিকতা কর্মশালা শুরু

নজরুল ও কৃষি বিশ্ববিদ্যালয়ে মোবাইল সাংবাদিকতা কর্মশালা শুরু
সংগৃহীত

মোবাইল সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর পিআইবি ভবনের সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী এবং প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। কর্মশালাটি ৮ মার্চ পর্যন্ত চলবে।

কর্মশালায় দুই বিশ্ববিদ্যালয়ের ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

তিন দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি ও প্রকাশের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। ব্যবহারিক ক্লাসের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ সাংবাদিকদের ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও দক্ষ করে তুলবে।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, মিথ্যা এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে, ফলে সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। সাংবাদিকদের দায়িত্ব হলো সঠিক তথ্য অনুসন্ধান ও উপস্থাপন করা। এক চোখ দিয়ে না দেখে বহুচোখে তথ্য যাচাই করতে হবে, যাতে সত্যের অপলাপ না ঘটে। গত ১৫ বছরে সাংবাদিকতা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। সাংবাদিকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট হতে হবে।

জনপ্রিয়