রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জবি প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:৪১, ১২ জুলাই ২০২৫

চকবাজার হত্যাকাণ্ডে ক্ষুব্ধ জবি ছাত্রদল, বিচারের দাবিতে বিক্ষোভ

চকবাজার হত্যাকাণ্ডে ক্ষুব্ধ জবি ছাত্রদল, বিচারের দাবিতে বিক্ষোভ
সংগৃহীত

রাজধানীর চকবাজারে এক নিরীহ ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

 

শনিবার (১২ জুলাই) দুপুরে ছাত্রদলের  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জবি শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

 

‘হত্যাকারীদের শাস্তি চাই, নিরাপদ দেশ চাই’—এমন সব প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে কাঁঠালতলা এলাকা থেকে শুরু হয় মিছিলটি। পরবর্তীতে পুরো ক্যাম্পাস ঘুরে রায়সাব বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, "চকবাজারে একজন ব্যবসায়ীর উপর যে বর্বর হামলা চালানো হয়েছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি আমাদের সমাজব্যবস্থার ও নৈতিকতার বিরুদ্ধে সরাসরি আঘাত। মানুষের নিরাপত্তা আজ হুমকির মুখে।"

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “একজন ব্যবসায়ীকে সবার সামনে এভাবে কুপিয়ে হত্যা করার দৃশ্য সভ্য সমাজে ভাবাই যায় না। শুধু তাই নয়—খুলনায় এক যুবদল কর্মীর ওপর নির্মম হামলা, এক ইমামকে মসজিদেই হত্যাচেষ্টা—এই ঘটনা প্রমাণ করে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা আজ প্রশ্নবিদ্ধ। আমরা এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চাই, আর অপরাধীদের কঠিন শাস্তি দাবি করি।”

 

তিনি আরও বলেন, “অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধী মানে অপরাধী। আমরা বিশ্বাস করি, বিচার না হলে অপরাধ বেড়ে যায়। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো নাগরিকের প্রাণ অনিরাপদ থাকবে না।”

 

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “যখন মানুষ জানে অপরাধ করেও পার পাওয়া যাবে, তখনই এ ধরনের ঘটনা ঘটে। আমরা সরকারের কাছে জবাব চাই—নাগরিকদের নিরাপত্তা কোথায়? আমরা চাই, এই সমস্ত হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করা হোক।”

সম্পর্কিত বিষয়: