পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে যুবদল সভাপতির মারধর, হাসপাতালে ভর্তি

ফেনীর পরশুরাম বাজারে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে বেদড়ক মারধর করেছেন স্থানীয় যুবদল সভাপতি ও তাঁর অনুসারীরা। গুরুতর আহত ব্যবসায়ী সুমন হোসেন বর্তমানে পরশুরাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে আহত সুমন হোসেন পরশুরাম উত্তর বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। তিনি জানান, দক্ষিণ কোলাপাড়া ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. ছায়েম-এর কাছে পূর্বের বাকি বকেয়া টাকা চাইতে গেলে তিনি ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন অনুসারী মিলে তাঁকে বেদড়ক মারধর করেন। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর আঘাত গুরুতর হলেও তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
সুমন হোসেন জানান, আমি শুধু আমার পাওনা টাকা চেয়েছিলাম। বিনিময়ে আমাকে এইভাবে মারধর করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেব।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তবে অভিযুক্ত মো. ছায়েমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি,কল দিলে ও তিনি কল ধরেননি।একাধিক সূত্র জানায় পরশুরামে বিএনপির কিছু নেতা ব্যাপক চাঁদাবাজী ও সালিশ বানিজ্য করছে,এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা নাখোস।দোকানদার মারের ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।