শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৯, ৬ মার্চ ২০২৪

তেজগাঁও কলেজে মঞ্চায়িত হলো ’কৃষ্ণকুমারী’

তেজগাঁও কলেজে মঞ্চায়িত হলো ’কৃষ্ণকুমারী’
কৃষ্ণকুমারী

তেজগাঁও কলেজে মঞ্চায়িত হলো মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। কলেজটির প্রিন্সিপাল আব্দুর রশীদ অডিটোরিয়ামে নাটকটির উদ্ধোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। 

বুধবার(৬ মার্চ) দুপুর ১:৩০ মিনিটে কলেজটির থ্রিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রযোজনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় নাটকটির প্রথম মঞ্চায়ন সম্পন্ন হয়। 

এ নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো - কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম সিংহ, জগৎ সিংহ,  ধনদাস প্রমুখ। 

তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে নাটকটি উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইমেরিটাস অধ্যাপক  বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার বজলুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.শফি আহমেদ। 

থ্রিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক নৌরিন সাজ্জাদ ও ড. লতা সমদ্দার এর নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন অত্র বিভাগের শিক্ষার্থীরা। 

নাটকটির নান্দী রচনা করেছেন উক্ত বিভাগের প্রধান ড. জাহারাবী রিপন। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন একই বিভাগের শিক্ষক সৈয়দ মোহাম্মদ জুবায়ের এবং আলোক পরিকল্পনা ও আলোক প্রক্ষেপন করেছেন শিক্ষক আতিকুল ইসলাম। 

নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির 'চিরায়ত বাংলা নাটকের মঞ্চায়ন' শীর্ষক কর্মসূচীর আওতায়। এছাড়াও আগামী ৮ই মার্চ সন্ধ্যা ৬:৩০ মিনিটে নাটকটি পুনরায় মঞ্চস্ত হবে।