সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৩১ আগস্ট ২০২৫

অপো এ৬ ম্যাক্স

শক্তিশালী ব্যাটারি ও চমকপ্রদ ফিচারে নতুন সংযোজন

শক্তিশালী ব্যাটারি ও চমকপ্রদ ফিচারে নতুন সংযোজন
সংগৃহীত

চীনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অপো আবারও প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় এসেছে তাদের নতুন ফোন অপো এ৬ ম্যাক্স নিয়ে। শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি, উন্নত ডিসপ্লে এবং আধুনিক ক্যামেরা সিস্টেমের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোন ইতিমধ্যেই দৃষ্টি কাড়তে শুরু করেছে। আপাতত এটি শুধুমাত্র চীনের বাজারে লঞ্চ করা হয়েছে।

ব্যাটারি ও চার্জিং

অপো এ৬ ম্যাক্স-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৭০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, এতে দেওয়া ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি মাত্র ২৪ মিনিটে ফোনটিকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম। ব্যাটারিটি এসজিএস সনদপ্রাপ্ত, ফলে উচ্চ তাপমাত্রাতেও এটি নিরাপদে ব্যবহার করা যাবে।

ডিসপ্লে

ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যার রেজুলেশন ২৮০০ x ১২৮০ পিক্সেল। সাথে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফলে গেমিং থেকে ভিডিও স্ট্রিমিং—সব অভিজ্ঞতাই হবে আরও মসৃণ। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ১৬০০ নিটস, তাই রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল শিল্ড গ্লাস, যা একে আরও টেকসই করেছে।

ক্যামেরা

পেছনে: ৫০ মেগাপিক্সেল মূল সেন্সর + ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর
সামনে: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

ফলে ছবি তোলা কিংবা ভিডিও কল—দুটোই হবে আরও স্পষ্ট ও আকর্ষণীয়।

পারফরম্যান্স ও স্টোরেজ

অপো এ৬ ম্যাক্স চালিত হচ্ছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দিয়ে। সঙ্গে আছে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, যা দ্রুত প্রসেসিং ও পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে।

ডিজাইন ও টেকসই

ফোনটি বাজারে এসেছে দুটি রঙে—স্ট্রিমার হোয়াইট ও রক মিস্ট ব্লু। এছাড়া এটি পেয়েছে আইপি৬৬, আইপি৬৮ ও আইপি৬৯ ধুলো ও জলরোধী রেটিং, ফলে কঠিন পরিবেশেও এটি নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যাবে।

দাম

চীনে এর দাম রাখা হয়েছে ১৫৯৯ ইউয়ান। তবে আন্তর্জাতিক বাজারে কবে এটি আসবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

সব দিক বিবেচনায়, অপো এ৬ ম্যাক্স এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে। বিশাল ব্যাটারি, দ্রুত চার্জিং, উন্নত ডিসপ্লে, মানসম্মত ক্যামেরা এবং টেকসই ডিজাইনের কারণে এটি ব্যবহারকারীদের কাছে দ্রুতই জনপ্রিয়তা পাবে।