বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
সংগৃহীত

এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে প্রস্তুতি ক্যাম্পের কঠোর অনুশীলনের প্রতিফলন দেখা যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান সিরিজে। ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এখন তাদের চোখ তৃতীয় টি-টোয়েন্টিতে ডাচদের হোয়াইটওয়াশ করা।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশে এই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে নেদারল্যান্ডস। র‌্যাঙ্কিং, শক্তি-সামর্থ্য কিংবা পরিসংখ্যান—সবদিক থেকেই বাংলাদেশ এগিয়ে। ঘরের মাঠে পরিচিত কন্ডিশনে প্রথম দুই ম্যাচে লড়াইয়ের সুযোগই পায়নি ডাচরা।

এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। তখন সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়। তবে দ্বিতীয় দেখাতেই সিরিজ নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই নেদারল্যান্ডসের সঙ্গে খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে প্রস্তুতিটা আরও মজবুত হয়েছে। ডাচরা প্রথম ম্যাচে ২০ ওভার খেললেও দ্বিতীয় ম্যাচে গুটিয়ে যায় মাত্র ১৩ ওভারে। দুই ম্যাচেই তারা ১০০ রানের আশেপাশে থেমে যায়।

বাংলাদেশি ব্যাটাররাও ছিলেন কার্যকর। প্রথম ম্যাচে জয় এসেছে ৮ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে। দুটি ম্যাচই শেষ করেছে ১৪ ওভারের মধ্যে। বিশেষ করে ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের জুটি আস্থা জাগিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

শেষ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে টাইগাররা। ওপেনার তানজিদ তামিমও দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, এশিয়া কাপের আগে এই জয়ের ধারা আত্মবিশ্বাসী করবে দলকে।