গাজা সিটিতে ইসরায়েলি বোমা হামলা, ধ্বংস হলো বহুতল ভবন

গাজা সিটিতে ধ্বংসযজ্ঞ আরও জোরদার করেছে ইসরায়েল। নতুন করে আল-রুয়া টাওয়ার নামের একটি বহুতল ভবন বোমা হামলায় গুঁড়িয়ে দিয়েছে দেশটির সেনারা। রোববার ওই হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪৯ জনই উত্তর গাজা থেকে। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র দখলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনারা দাবি করেছে, আল-রুয়া টাওয়ারে হামলার আগে তারা সেখানকার বাসিন্দাদের সতর্কবার্তা দিয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে এতে ভবনের ভেতরে থাকা পরিবার ও আশ্রয়হীন মানুষ চারপাশের অস্থায়ী তাঁবু থেকে পালাতে বাধ্য হয়।
ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া আল জাজিরাকে বলেন, “অবস্থা ভয়াবহ, চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ শত শত পরিবার তাদের আশ্রয় হারিয়েছে। ইসরায়েল এসব বিস্ফোরণের মাধ্যমে ফিলিস্তিনিদের দক্ষিণ দিকে ঠেলে দিতে চাইছে। কিন্তু দক্ষিণে কিংবা ঘোষিত তথাকথিত মানবিক অঞ্চলে কোনো নিরাপদ স্থান নেই।”
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সেনারা সন্ত্রাসী অবকাঠামো এবং ‘সন্ত্রাসীদের বহুতল ভবন’ ধ্বংস করছে। তবে আন্তর্জাতিক মহল বলছে, ইসরায়েল বারবার গাজায় বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
ধ্বংস হওয়া আল-রুয়া টাওয়ারটি ছিল পাঁচতলা বিশিষ্ট। ভবনটিতে ২৪টি অ্যাপার্টমেন্ট, একাধিক ডিপার্টমেন্টাল স্টোর, একটি ক্লিনিক ও একটি জিম ছিল। এর আগে গাজা সিটির কেন্দ্রে অবস্থিত আল জাজিরা ক্লাবেও হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনারা, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিল।