সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০২, ৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ পদে নিয়োগ পেয়ে তিনি ইতিহাস গড়লেন প্রথম মুসলিম নারী হিসেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তিনি অভিবাসন, পুলিশিং ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দায়িত্ব পালন করবেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।’

নিজের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক্সে দেওয়া পোস্টে শাবানা মাহমুদ লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। দায়িত্ব পালনকালে প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব।’

১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন শাবানা মাহমুদ। শৈশবের কিছুটা সময় কাটিয়েছেন সৌদি আরব ও যুক্তরাজ্যে। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে ব্যারিস্টারি পেশায় যুক্ত হন।

২০১০ সাল থেকে তিনি বার্মিংহাম লেডিউড আসনের সংসদ সদস্য। লেবার পার্টির সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ছায়া মন্ত্রিসভা ও সরকার—উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর থাকাকালে তিনি কারাগারের ভিড় কমাতে ‘আগাম মুক্তি কর্মসূচি’ চালু করেন এবং সাজা সুরক্ষা ও মানবাধিকার আইন বিষয়ে কঠোর অবস্থান নেন।

সূত্র : গালফ নিউজ

সম্পর্কিত বিষয়: