রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ১২:২০, ৭ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গ্রেপ্তার ৪ শতাধিক 

লন্ডনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গ্রেপ্তার ৪ শতাধিক 
সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লন্ডন পুলিশ ৪২৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

শনিবারের এই বিক্ষোভের আয়োজক ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, প্রায় ১ হাজার ৫০০ মানুষ লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে এই বিক্ষোভে অংশ নিয়েছিল। তারা সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিয়েছিল।

ডিফেন্ড আওয়ার জুরিস এক্স- এ একটি ভিডিওসহ পোস্ট করেছে, যেখানে সংঘর্ষের চিত্র তুলে ধরা হয়েছে।  তাতে লেখা হয়েছে, পুলিশ নির্মমভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা করে মাটিতে ফেলে দিয়েছে। শুধুমাত্র প্ল্যাকার্ড ধরে থাকার জন্য তারা অন্যদের গ্রেপ্তার করেছে। যেখানে লেখা ছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠি ব্যবহার করে এবং একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর একটি ব্যারিকেডের পেছনে মুখ থেকে রক্ত ঝরতে দেখা গেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের সাথে চিৎকার করে তর্ক করেছে এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করা হয়েছে, যখন একপর্যায়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী ভিড়ের চাপে পড়ে যান।

লন্ডনস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে , পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা এবং একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশসহ বিভিন্ন অপরাধের জন্য ৪২৫ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা শারীরিক ও মৌখিক আক্রমণের শিকার হয়েছেন। যার মধ্যে ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ এবং বস্তু ছোড়া অন্তর্ভুক্ত।
গত জুলাই মাসে সন্ত্রাসবাদ আইন ২০০০ এর অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদগুলোর মধ্যে সর্বশেষ ঘটনা এটি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ